জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপিকে দেশের মানুষ চায় না। তাদের বর্জন করার সময় এসেছে। বিজয়ের মাসে তারা লজ্জাজনক ঘটনা ঘটাচ্ছে।
গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুষ্পস্তবক অর্পণের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বিএনপি ১০ দফা দাবি জানিয়েছে- এটা লজ্জাজনক ঘটনা।
জিয়াউর রহমান যেভাবে রাজাকার ও খুনিদের পুনর্বাসন করেছিল, ঠিক একইভাবে বিএনপি রাজাকার ও খুনিদের মুক্তির দাবি জানিয়েছে। সুতরাং বিএনপিকে চূড়ান্তভাবে বর্জনের সময় এসেছে। দেশের মানুষ তাদের চায় না। যেকোনো সময় বিএনপিকে তারা বর্জন করতে পারে।