চলতি বছর বিজ্ঞান বিষয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে যেসব ঘটনা, তার পেছনে ভূমিকা রাখা প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘নেচার’। ১০ জনের এ তালিকায় বাংলাদেশি অধ্যাপক সালিমুল হক স্থা"/>
Home শিক্ষাঙ্গণ ‘নেচার’ সাময়িকীর শীর্ষ দশে বাংলাদেশের সালিমুল হক

‘নেচার’ সাময়িকীর শীর্ষ দশে বাংলাদেশের সালিমুল হক

নিউজ ডেস্ক

by Nahid Himel

চলতি বছর বিজ্ঞান বিষয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে যেসব ঘটনা, তার পেছনে ভূমিকা রাখা প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘নেচার’। ১০ জনের এ তালিকায় বাংলাদেশি অধ্যাপক সালিমুল হক স্থান পেয়েছেন। তিনি বিশ্বের শীর্ষ জলবায়ু বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। খবর ওয়েবসাইটের।

মিসরের শার্ম আল- শেখে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৭-এ জলবায়ু পরিবর্তনের কারণে ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে চাপ তৈরিতে বিশেষ অবদান রাখেন সালিমুল হক। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও গরিব দেশগুলোর জন্য আর্থিক সহায়তা দিতে তহবিল গঠনে একটি চুক্তিতে সম্মত হয় বিশ্ব। সালিমুল হক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান।

তিনি দীর্ঘ তিন দশক ধরে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন। এই অধ্যাপকের সহায়তায় এবারের জলবায়ু  সম্মেলনে ক্ষতিগ্রস্ত ও গরিব দেশগুলোর জন্য যে তহবিল গঠন করা হয়, তা প্রায় ৩০ বছরের জলবায়ু আন্দোলনের অন্যতম সফলতা বলে মনে করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো এ তহবিল থেকে সহায়তা পাবে। ‘নেচার’ কর্তৃপক্ষ বলেছে, বিভিন্ন দেশে কূটনৈতিক মিশনে মা–বাবার চাকরির সুবাদে বিশ্বভ্রমণের সুযোগ হয়েছে সালিমুল হকের। সেখান থেকেই পরিবেশ ও বিজ্ঞানের প্রতি তার প্রবল ঝোঁক তৈরি হয়। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বেড়ে ওঠা সালিমুল হক পড়াশোনা করেছেন জৈব রসায়নে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে পিএইচডি করেন তিনি।

এরপর দেশে এসে পরিবেশ নিয়ে কাজ শুরু করেন। জলবায়ু আলোচনায় সালিমুল হক সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন গত দশক থেকে। তিনি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর উপদেষ্টা। এসব দেশকে জাতিসংঘের আলোচনায় নিজেদের বক্তব্য তুলে ধরতে সহায়তা করেন তিনি। এ ছাড়া তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা ব্যক্তিদের সমন্বয়ে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এর আগে ব্রিটিশ সরকারের সম্মানজনক দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত হন সালিমুল হক।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment