বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম কমাল লিটারে পাঁচ টাকা। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে দাম কমানোর সিদ্ধান্ত জানানো হয়। গত মাসের ১৬ তারিখে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয়েছিল ১৪ টাকা। বোতলজাত এক লিটার সয়াবিনের দাম তখন ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১৯২ টাকা করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার দাম কমানোর ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৭ টাকা। আগের দাম ছিল ১৯২ টাকা। এই দাম আগামী রবিবার থেকে কার্যকর হবে। ব্যবসায়ীদের সঙ্গে গত ১৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনার পর দাম কমানোর এই সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকা। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে করা হয়েছে ৯০৬ টাকা। খোলা পাম সুপার তেল লিটারপ্রতি চার টাকা কমে ১২১ টাকা থেকে হয়েছে ১১৭ টাকা।