শিল্প খাতের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যয় বৃদ্ধি এবং ব্যাংকঋণের সুদহার কম থাকায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে শিল্প খাতের ঋণ বিতরণ বেড়েছে ২৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান রিপোর্ট বলছে, ২০২১ সালের সেপ্টেম্বর শেষে দেশে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৩ হাজার কোটি টাকা। এই সময়ে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১২.২৪ শতাংশ।