ফুটবল বিশ্বকাপ নাড়িয়ে দিয়ে গেছে বিশ্বটাকেই। ফুটবলপ্রেমীরা এক মাসের বেশি সময় মেতে ছিলেন। এখনো আয়োজনের রেশ কেটে যায়নি।
বাড়ির ছাদগুলোতে রয়ে গেছে প্রিয় দলের পতাকা, গায়ে প্রিয় খেলোয়াড়ের জার্সি।
খেলা নিয়ে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ফুটবল ভক্তদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শচীন আর আথিরার উচ্ছ্বাসটা অন্যদের চেয়ে একটু বেশি চোখে পড়েছে।
রোববার আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচের দিনে দুজন বিয়ে করেন। শচীন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসির পাড় ভক্ত। অন্যদিকে আথিরা ফরাসি ফুটবল দলের সমর্থক।
প্রিয় দুই দল মাঠে নামার কয়েক ঘণ্টা আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেন শচীন-আথিরা। কোচি শহরে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের পোশাক ও গহনার ওপর এই দম্পতি পরেছিলেন প্রিয় দুই দলের ১০ নম্বর জার্সি। ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেকে ভালোবাসা জানাতে জার্সি পরেছিলেন আথিরা। আর মেসিভক্ত শচীন পরেছিলেন আকাশি-সাদা জার্সি।
কেরালার সংবাদপত্র মালায়ালা মনোরমার প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, কোচি শহরে বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই এই নবদম্পতি ২০৬ কিলোমিটার দূরে তিরুবনন্তপুরমে শচীনের বাড়িতে ছুটে আসেন, যেন ফাইনাল ম্যাচের একটি সেকেন্ডও মিস না হয়।
এই নবদম্পতির উত্তেজনা ও আবেগ বৃথা যায়নি। শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছে। টাইব্রেকার রোমাঞ্চ ছাড়িয়ে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন আকাশি-সাদারা। জিতেছে মেসিপ্রেমী শচীনের আর্জেন্টিনা, তবে হারেনি তার নববধূ আথিরার প্রিয় এমবাপ্পে। যিনি গোল্ডেন বুট জিতে নিয়েছেন।