Home Lead 5 দোহার-নবাবগঞ্জের মানুষ আমার হৃদয়ের স্পন্দন: সালমা ইসলাম এমপি

দোহার-নবাবগঞ্জের মানুষ আমার হৃদয়ের স্পন্দন: সালমা ইসলাম এমপি

নিউজ ডেস্ক

by Nahid Himel

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, এই শীতে কোনো সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ দোহার-নবাবগঞ্জের মানুষ আমার হৃদয়ের স্পন্দন। যত দিন আমি বেঁচে থাকব, আপনাদের সঙ্গে নিয়েই এ অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাব।

দোহার-নবাবগঞ্জের মানুষ আমার হৃদয়ের স্পন্দন: সালমা ইসলাম এমপি

এদিন সালমা ইসলাম এমপির পক্ষে দোহার পৌরসভাসহ ৮টি ইউনিয়নে কয়েক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।

সালমা ইসলাম এমপি বলেন, কারো গুজবে কান দেবেন না। বিগত সময়ে আমার স্বামী যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আপনাদের প্রয়োজনে এবং এই অঞ্চলের যেকোনো দুর্যোগে আপনাদের পাশে থেকেছেন, আমিও সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। রাজনীতি নয়, আমার মূল লক্ষ্য- দেশ ও জনগণের উন্নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার বেপারী, সহ-সভাপতি জসিম উদ্দিন পান্নু, সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদ, জাতীয় পার্টির নেতা আফজাল সিকদার, মহিউদ্দিন মহি মাতবর, মাসুদ রানা মানিক খান, শাহিন, সাহাজ উদ্দিন, শেখ ফরিদ, গিয়াস উদ্দিন, ডা. হুমায়ন, মাসুদ মাঝি, মান্নান বেপারী, ছাত্রসমাজ নেতা মনির  হোসেন, মো. নজরুলসহ উপজেলা জাতীয় পার্টি ও সব সহযোগী সংগঠনের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতারা।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment