নিউজ ডেস্ক ৷৷ কথা ছিল শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হবে বিএনপির গণমিছিল। সেভাবেই প্রচার-প্রচারণা করা হয় এবং কর্মীদের আসতে বলেন বিএনপি নেতারা।
বিএনপি নেতারা যদিও বলছেন, সকাল সাড়ে ১০টায় কর্মসূচি দেওয়া হলেও বেলা সাড়ে ১১টায় মিছিল শুরুর সিদ্ধান্ত ছিল। সেই সময়ের ঠিক ৪০ মিনিট পরই গণমিছিল শুরুর জায়গায় এসে পৌঁছান আমীর খসরু।
তবে সাধারণ কর্মীদের মতে, নেতাদের যেমন ১ ঘণ্টা আগে সময় বলা ঠিক হয়নি, তেমনই আমীর খসরুরও উচিত ছিল নির্ধারিত সময়েই মিছিলস্থলে এসে পৌঁছানো। এদিকে শনিবার সকালে দলের আমির ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে নগরীর লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানানো হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার দেশের সব বিভাগীয় ও জেলা শহরে গণমিছিল করে বিএনপি। বরিশালে মূল দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সকাল সাড়ে ১০টার মধ্যে আসতে বলা হয় নগরের সদর রোডের বিএনপি কার্যালয় চত্বরে। সাংগঠনিক দুই জেলার আওতায় থাকা উপজেলাগুলোর নেতাকর্মীদেরও দেওয়া হয় একই নির্দেশনা। নির্ধারিত সময়ের মধ্যেই নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করে খণ্ড খণ্ড মিছিল। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকেও মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। বেলা পৌনে ১১টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে বিএনপি কার্যালয় চত্বর। এরপর শুরু হয় গণমিছিলের অপেক্ষা। সাড়ে ১১টার পর জানা যায়, আমীর খসরু মাহমুদ তখন পর্যন্ত ঢাকা থেকে এসে পৌঁছাননি। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে।
হিজলা থেকে আসা বিএনপি কর্মী মনির বলেন, কাকডাকা ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তচক্ষু এড়িয়ে বের হয়েছি মিছিলে যোগ দিতে। অথচ এখন এখানে নেতার জন্য বসে আছি। তার তো উচিত ছিল শুক্রবার রাতেই বরিশালে এসে থাকা।
মেহেন্দীগঞ্জের এক বিএনপি কর্মী বলেন, আমরা পকেটের পয়সা খরচ করে দলের কর্মসূচিতে যোগ দিতে আসি। কেউ আমাদের পথখরচা যেমন দেয় না, তেমনই খাবারটাও কিনে খেতে হয় গাঁটের টাকায়। এটা কেমন কথা, তিনি নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরও পৌঁছাবেন না?
উলানিয়ার এক বিএনপি কর্মী বলেন, আমাদের যাতায়াতের মাধ্যম হচ্ছে লঞ্চ। নির্ধারিত সময়ে মিছিলটা হলে সহজেই লঞ্চে ফিরতে পারতাম। এখন দেরি হচ্ছে, তাই মিছিলে আর অংশ নিতে পারছি না। লঞ্চ না পেলে একদিন বরিশালে থাকতে হবে। তাতে হোটেল ভাড়া, খাওয়াসহ অনেক খরচ। তাই চলে যাচ্ছি।
এভাবে দেরি দেখে ১২টা নাগাদ অনেকেই চলে যান মিছিলস্থল থেকে। যে কারণে খানিকটা কমে যায় সকালের জনসমাগম। বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আমীর খসরুর আসার পর শুরু হয় বক্তৃতা পর্ব। অবশ্য পরিস্থিতি সামাল দিতে তাকে ছাড়া আর কাউকেই বক্তৃতার সুযোগ দেওয়া হয়নি। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মিনিট দশেক বক্তৃতা করেন তিনি। এরপর শুরু হয় গণমিছিল।
বরিশাল-৪ আসনের সাবেক সংসদ-সদস্য মেসবাহ উদ্দিন ফরহাদ বলেন, পৌনে ১২টা নাগাদ তিনি আমার বাসায় পৌঁছান। তবে সেখানে মোটেই দেরি করেননি। ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়েই চলে এসেছেন গণমিছিলে।