পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপরা।
গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি।
এর আগে গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম সম্মেলনের মধ্য দিয়ে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।
এর আগে, ১৯৮১ সালে আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে প্রথম সভাপতি নির্বাচিত করা হয়। এরপর ১৯৮৭ সালে দ্বিতীয়, ১৯৯২ সালে তৃতীয়, ১৯৯৭ সালে চতুর্থ, ২০০২ সালে পঞ্চম, ২০০৯ সালে ষষ্ঠ, ২০১২ সালে সপ্তম, ২০১৬ সালে অষ্টম, ২০১৯ সালে নবম এবং ২০২২ সালের ২২তম কাউন্সিলে দশমবারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা।