বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন সিলেটের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি জানান বলে নিশ্চিত করেন সৈয়দা জেবুন্নেছা হকের পুত্র ও সিলে"/>
Home রাজনীতি আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন সিলেটের সৈয়দা জেবুন্নেছা হক

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন সিলেটের সৈয়দা জেবুন্নেছা হক

নিউজ ডেস্ক

by Nahid Himel
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন সিলেটের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি জানান বলে নিশ্চিত করেন সৈয়দা জেবুন্নেছা হকের পুত্র ও সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল।

নারী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সিলেটের সৈয়দা জেবুন্নেছা হক। একটা সময় নারীরা যখন সিলেটে প্রকাশ্যে রাজপথে মিছিল করতেন না, ঘর-সংসার নিয়ে ব্যস্ত থাকতেন। বিভিন্ন রাজনৈতিক দল ও মহিলা সংগঠনগুলো চলতো পুরুষ রাজনীতিবিদদের পরিবারের সদস্য বা আত্মীয়স্বজন দিয়ে। তখনই স্রোতের বিপরীতে স্থানীয় রাজনীতির মাঠে নামেন সৈয়দা জেবুন্নেছা হক।

সিলেটের অধিকাংশ মানুষের কাছে ‘ভাবি’ হিসেবে পরিচিত সৈয়দা জেবুন্নেছা হক বৃহত্তর সিলেটের নারী অধিকারের আন্দোলন ও রাজনীতির এক জীবন্ত-কিংবদন্তি। যার বর্ণাঢ্য জীবন জড়িয়ে আছে মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি সংগ্রামে। তার কর্মময় জীবন নিয়ে ‘জ্যোতির্ময়ী’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও সৈয়দা জেবুন্নেছা হক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বেগম রোকেয়া পদকে ভূষিত হয়েছেন।

স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের হাত ধরে রাজনীতিতে নামলেও পরে স্থানীয় রাজনীতিতে নারীদের সংগঠিত করতে সৈয়দা জেবুন্নেছা হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ দিন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। দলের একনিষ্ঠ কর্মী হিসেবে দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে তিনি সংরক্ষিত আসনে (সিলেট-সুনামগঞ্জ) দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment