জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা  বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি সবসময় গঠনমূলক রাজন"/>
Home জাতীয় জাতীয় পার্টি ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয় : রওশন এরশাদ

জাতীয় পার্টি ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয় : রওশন এরশাদ

ণিউজ ডেস্ক

by Nahid Himel

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা  বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি সবসময় গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।  জাতীয় পার্টি কখনো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয়।

গতকাল জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনের চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তৃতা করেন সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ এমপ, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের এমপি।
রওশন এরশাদ আরো বলেন, জাতীয় পার্টি ভবিষ্যতেও ধ্বংসাত্মক এবং অপরাজনীতিতে জড়াবে না। জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাসী। আমরা আমাদের সু-আচরণ, ভালবাসা এবং গঠনমূলক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবো ইনশাল্লাহ।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশানুরূপ ফলাফল অর্জন করার লক্ষ্যে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।  সাংগঠনিক কর্মতৎপরতা আরও বৃদ্ধি করতে হবে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment