বিএনপির ছেড়ে দেওয়া একাদশ জাতীয় সংসদের চারটি আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

Home রাজনীতি বিএনপির ৪ আসনের উপনির্বাচনে যাদের প্রার্থী দিল জাতীয় পার্টি

বিএনপির ৪ আসনের উপনির্বাচনে যাদের প্রার্থী দিল জাতীয় পার্টি

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিএনপির ছেড়ে দেওয়া একাদশ জাতীয় সংসদের চারটি আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদের উপ-নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড। জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা হলেন হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩), মো. নূরুল ইসলাম ওমর (বগুড়া-৬), শাহীন মোস্তফা কামাল (বগুড়া-8) ও মো. রেজাউল ইসলাম ভূইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২)।

গত ১৮ ডিসেম্বর বিএনপির ছেড়ে দেওয়া ৫ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এগুলো হলো ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২।  আগে এসব নির্বাচন হওয়ার পর সংরক্ষিত নারী আসন-৫০ এর ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে সেদিন জানান ইসি সচিব।

তফসিলে বলা হয়, ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়া হবে। ভোটে সিসি ক্যামেরা থাকবে কিনা, তা পরবর্তীতে জানানো হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। বাছাইয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি৷ মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৫ জানুয়ারি। ভোট ১ ফেব্রুয়ারি।

পরে বিএনপির ছেড়ে দেওয়া আরেকটি আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ এ উপনির্বাচনের ভোটগ্রহণের একই তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে ইসি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment