দ্বাদশ জাতীয় নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Home Lead 1 আগামী নির্বাচন কবে, জানালেন প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন কবে, জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

by Nahid Himel

দ্বাদশ জাতীয় নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনেও আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা কি নৌকায় ভোট দেবেন? আপনারা হাত তুলে ওয়াদা করেন দেবেন কি না?

এ সময় নেতাকর্মীরা হাত তুলে ভোট দেওয়ার ওয়াদা করেন। ওয়াদা করায় কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বারবার নির্বাচিত করেছে বলেই কাজ করতে পারছি। জনগণ ভোট দিয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। তাদের ভোট বৃথা যায়নি। দেশের উন্নয়ন হচ্ছে।

বিএনপির সমালোচনা করে সরকারপ্রধান বলেন, বিএনপি মানি লন্ডারিং, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং লুটপাট ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment