দেখতে দেখতে বিদ্যা সিনহা মিমের বিয়ের এক বছর হয়ে গেল। এটা মিমেরই বিশ্বাস হচ্ছে না। অন্তত এমনটাই জানাচ্ছেন সোশ্যাল হ্যান্ডেলে। বিবাহবার্ষিকীর মতো বিশেষ এই দিন স্বামী সনি পোদ্দারের সঙ্গে কাটাচ্ছেন এটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরে।
স্বামী সনি পোদ্দারকে নিয়ে উড়াল দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানের দুবাই শহরের ঐতিহ্যবাহী স্থানগুলোতে ঘুরছেন, জানাচ্ছেন স্বামীর প্রতি ভালোবাসার বহুমাত্রিক বিশেষণ।
বারো ঘণ্টা আগে ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তা-ও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। ’
এখানেই শেষ নয়, পারস্য উপসাগরের তীরে বিশেষ মুহূর্তের একাধিক শেয়ার করে মিম লিখেছেন, ‘বিয়ের ৩৬৫ দিন পরেও আমি এখন তেমনি তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা…’
মিমের ভাষ্য অনুযায়ী, ছয় বছরের গোপন প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম।
দুবাই যাওয়ার আগে মিম বলেছিলেন, মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজটাই দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টিফার্স্টও পড়েছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নেব।
জানা গেছে, ১০ দিনের সফর শেষে ৮ জানুয়ারি ঢাকায় ফিরবেন মিম-সনিসহ অন্যরা। দেশে ফেরার পরের দিন মিম উড়াল দেবেন কলকাতায়। কারণ সেখানেই তার নতুন সিনেমার কাজ চলছে।
সনি ও মিম
ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিনেমাটির নাম ‘মানুষ’। এতে টলিউড সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করছেন তিনি। ইতোমধ্যেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিম। নতুন লটের শুটিং শুরু হবে ১০ জানুয়ারি থেকে।
জিতের সঙ্গে মিমের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘মানুষ’। এর আগে তারা একসঙ্গে ‘সুলতান দ্য সেভিয়র’ সিনেমায় অভিনয় করেছিলেন।