,
সেরাদের সেরা হওয়া খেলোয়াড়টিকে নিয়ে প্রচ্ছদ করে থাকে লেকিপ। তবে এবার মেসির পাশাপাশি তারা রেখেছে এমবাপ্পেকেও। এ ছাড়া গত বছর দুটি গ্র্যান্ড স্লাম জেতা রাফায়েল নাদাল তৃতীয়, বেলজিয়ামের সাইক্লিস্ট রেমকো ইভেনোপোয়েল চতুর্থ আর বেলজিয়ামেরই ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার ম্যাক্স ভারসটাপেন হয়েছেন পঞ্চম।
বিশ্বকাপ জেতার কারণেই মেসি সেরাদের সেরা হয়েছেন এমন নয়। কারণ ব্রাজিল ও রাশিয়ায় বিশ্বকাপ জেতা দলের কোনো ফুটবলার জেতেননি এই পুরস্কার। ২০১১ সালে সর্বজয়ী বার্সেলোনার জার্সিতে খেলা মেসিই সর্বশেষ ফুটবলার হিসেবে জিতেছিলেন এটা। একমাত্র ফুটবলার হিসেবে পুরস্কারটা দুইবার পেলেন মেসি। তাঁর আগে ফুটবল থেকে লেকিপের সেরাদের সেরা হয়েছেন ইতালির পাওলো রসি (১৯৮২), আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা (১৯৮৬), ব্রাজিলের রোমারিও (১৯৯৪) আর ফরাসি তারকা জিনেদিন জিদান (১৯৯৮)। তাঁরা সবাই পুরস্কারটা পান সে বছর নিজেদের দেশকে বিশ্বকাপ জিতিয়ে।