ভিনেত্রী ইয়ামি গৌতম। ২০১২ সালে হিট ফিল্ম ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউড যাত্রা শুরু করেছিলেন ইয়ামি। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। দুজনেরই প্রথম সিনেমা ছিল এটি। এরপর ‘টোটাল সিয়াপা‘ ‘বদলাপুর ‘কাবিল ‘সনম রে ‘উরি: দ্য স"/>
Home রঙ্গমঞ্চ আমি ছোট চরিত্রে দ্বিধাবোধ করি না : ইয়ামি গৌতম

আমি ছোট চরিত্রে দ্বিধাবোধ করি না : ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক

by Nahid Himel

ভিনেত্রী ইয়ামি গৌতম। ২০১২ সালে হিট ফিল্ম ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউড যাত্রা শুরু করেছিলেন ইয়ামি। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। দুজনেরই প্রথম সিনেমা ছিল এটি। এরপর ‘টোটাল সিয়াপা‘ ‘বদলাপুর ‘কাবিল ‘সনম রে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ‘বালা ‘দ্য থার্সডে’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন অভিনেত্রী।

সম্প্রতি গ্যালাট্টা প্লাসের সাথে কথোপকথনে বলিউডে কাজের প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেন ইয়ামি।‘কাবিল’-এ হৃতিকের স্ত্রী সুপ্রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন ইয়ামি। গ্যালাট্টা প্লাসের সাথে কথোপকথনে নিজের সেই চরিত্রটির কথা স্মরণ করে ইয়ামি বলেন, “আমাকে ডেকে বলা হয়েছিল যে সিনেমাটিতে আমার একটি ক্যামিও বা একটি ছোট ভূমিকা আছে। আমি অফারটা গ্রহণ করেছিলাম। আমি মনে করি এটি এমন একটি ফিল্ম যা আমি খুশিমনে করেছিলাম। দর্শকরা আমার কাজ পছন্দ করেছেন। এমনকি সাংবাদিকরা আমার সাথে আলাপচারিতায় বলেছেন যে আমি কাবিলে অনেক ভালো অভিনয় করেছি।”,

পশ্চিমা চলচ্চিত্রের দিকে ইঙ্গিত করে ইয়ামি বলেন, ‘হলিউডের সবচেয়ে বড় তারকারাও মাঝে মাঝে ছোট ভূমিকা পালন করেন। আমি মনে করি আমাদেরও পশ্চিমের দিকে তাকানো উচিত। সেখানে সবচেয়ে বড় তারকারাও ছোট ছোট চরিত্রে অভিনয় নির্দ্বিধায় কাজ করেন। তারা ছোট চরিত্র নিয়ে ভাবেনা। কিন্তু আমরা বিষয়টিকে অন্যভাবে দেখি। কাজের ক্ষেত্রে আমি ছোট বড় পরিমাপ করি না। অনেক ছোট চরিত্র দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যায়। যেমনটা আমি কাবিলে করেছি।’

সামনে ইয়ামিকে ‘লস্ট’ শিরোনামের একটি থ্রিলার সিনেমায় দেখা যাবে। এটি ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে জি স্টুডিও। এছাড়া অক্ষয় কুমারের ‘ও মাই গড’ এর সিক্যুয়েলেও দেখা যাবে অভিনেত্রীকে।  সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস,

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment