ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও জিততে কোনো গোল করতে পারেনি ম্যানসিটি। আর্লিং হালান্ড, হুলিয়ান আলভারেজ, ফিল ফোডেনরা লক্ষ্যভেদ করতে পারেননি একবারও। পরপর দুবছর এই টুর্নামেন্টে ব্যর্থ হলো পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে থাকলেও এই কাপে খর্ব শক্তির সাউদাম্পটনের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের।
শুক্রবার, এপ্রিল ১৮ ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
previous post
সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী
next post