দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধিকে জনগণের সঙ্গে সরকারে খুচরা চালাকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

Home রাজনীতি বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে সরকারের খুচরা চালাকি

বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে সরকারের খুচরা চালাকি

নিউজ ডেস্ক

by Nahid Himel

দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধিকে জনগণের সঙ্গে সরকারে খুচরা চালাকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গত শুক্রবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কুইক রেন্টাল, উৎপাদন না করে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্ষমতাসীনদের মদতপুষ্ট মালিকদের ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকায় লাভবান করা হচ্ছে। দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনার জন্য বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়ায় এখন জনগণের পকেট কাটা হচ্ছে। মূলত বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল গুনছে জনগণ।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এজন্য জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বাড়ানোর এ অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী ও অবিবেচনাপ্রসূত। প্রতিমাসে দাম সন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে, যা জনগণের সঙ্গে খুচরা চালাকি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment