স্ত্রী ফারজানার শারীরিক চাহিদা মেটাতে না পেরে খুন হলেন স্বামী শরিফুল।
দেড় মাস আগে সিরাজগঞ্জের শাহজাদপুরের আগনুকালি গ্রামের মৃত আবু সামার ছেলে শরিফুল (২৫) বিয়ে করেছিলেন ফখরুল ইসলামের স্বামী পরিত্যক্তা মেয়ে ফারজানা খাতুনকে (১৮)। বিয়ের পর থেকেই শরিফুলের শারীরিক অক্ষমতার কারণে অসুখী ছিলেন ফারজানা। দুইজনেই একই উপজেলার চর বেতকান্দি গ্রামের বাসিন্দা।
বিচ্ছেদের কথা বললে ফারজানাকে গালমন্দ করতেন স্বজনরা। তাই পরিকল্পিতভাবে শরিফুলকে হাত-পা বেঁধে করতোয়ায় ফেলে দেন তিনি।
গতকল মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম।
তিনি বলেন, প্রায় দেড় মাস আগে বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে তাঁত শ্রমিক শরিফুল (২৫) ও চর বেতকান্দি গ্রামের ফখরুল ইসলামের মেয়ে স্বামী পরিত্যাক্তা ফারজানার (১৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে শরিফুলের শারীরিক অক্ষমতার কারণে ফারজানা অসুখী ছিলেন।
