লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আজ বলেছেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস"/>
Home জাতীয় জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

নিউজ ডেস্ক

by Nahid Himel

লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আজ বলেছেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার প্রসঙ্গে কাজী সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না।’

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment