প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিস্টিক্স ২০২০’ অনুযায়ী দেশের সাক্ষরতার হার ৭৫ দশমিক ছয় শতাংশ (১৫ বছরের বেশি)। আর নিরক্ষরতার হার ২৪ দশমিক চার শতাংশ (১৫ বছ"/>
Home জাতীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ৷৷ দেশে সাক্ষরতার হার ৭৫.৫ শতাংশ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ৷৷ দেশে সাক্ষরতার হার ৭৫.৫ শতাংশ

নিউজ ডেস্ক

by Nahid Himel
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিস্টিক্স ২০২০’ অনুযায়ী দেশের সাক্ষরতার হার ৭৫ দশমিক ছয় শতাংশ (১৫ বছরের বেশি)। আর নিরক্ষরতার হার ২৪ দশমিক চার শতাংশ (১৫ বছরের বেশি)।

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এমপি দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, শিক্ষাকে অগ্রাধীকার দিয়ে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভঅগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনার ফলশ্রুতিতে সরকার ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এছাড়া, সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়নগঞ্জ, মেহেরপুর, লক্ষীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোর এই ৯ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment