প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল পৌনে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সকালে প্রধানমন্ত্রী স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে পৌঁছলে তাকে স্কার্প ও টুপি পরিয়ে সম্মান জানানো হয়। এরপর তিনি বিভিন্ন অঞ্চলের স্কাউটদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আমাদের লক্ষ্যই হচ্ছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমি চাই, আমাদের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রাইমারি স্কুল থেকে উচ্চ লেভেল পর্যন্ত স্কাউটিং হবে। এখন আমাদের ২২ লাখ সদস্য আছে এবং ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ করা হবে। কিন্তু আমার লক্ষ্যটা থাকবে, যেন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণপ্রাপ্ত হয় এবং সেই ব্যবস্থাটা যেন করা হয়। তাহলে আমি বিশ্বাস করি আমার দেশে সোনার বাংলা গড়ার বা স্মার্ট বাংলাদেশ গড়ার উপযুক্ত নাগরিক তৈরি হবে।
সমাপনি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাত, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রমুখ।