কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর-উত্তম বলেছেন, ‘শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। আমার দায়িত্ব আছে তার প্রতি। তার সম্মান, তার জীবন রক্ষা করার দায়িত্ব আছে আমাদের।’
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের সাথে আমার অনেক দূরত্ব রয়েছে। আমি দল করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি।’
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনীতি করলে যারা বঙ্গবন্ধুর পিঠের চামড়া তুলেছে তাদেরকে দলে রাখত না। বঙ্গবন্ধু ৭৫ সালে মারা গেছেন। এই মৃত্যুর জন্য যারা ক্ষেত্র প্রস্তুত করেছে, রাস্তা বানিয়েছে সেই জাসদ গণবাহিনীকে মাথায় নিত না।’