আসরের শীর্ষ দল সিলেট স্ট্রাইকার্সকে স্রেফ উড়িয়ে দিল রংপুর রাইডার্স। রনি তালুকদার-নাঈম শেখের তৈরি মঞ্চে ফিনিশিং টাচ দেন শোয়েব মালিক আর নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্স জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে। সেটাও ১২ বল হাতে রেখে। চলতি আসরে এটা রংপুরের টানা পঞ্চম জয়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৭০ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। শুরুতে অবশ্য রংপুরের বোলিং তোপে চাপে ছিল সিলেট। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত খেলছিলেন ধীরগতিতে। পাওয়ারপ্লেতে আসে মাত্র ২৬ রান। ২২ বলে ১৫ রান করা শান্তকে ৯ম ওভারে হাসান মাহমুদ বোল্ড করলে ৪৩ রানে ভাঙে ওপেনিং জুটি। তিনে নামা জাকির হাসান আজ ৭ রানের বেশি করতে পারেননি।
এরপরই তৌহিদ হৃদয়ের সঙ্গে দারুণ একটা জুটি গড়েন আজকের ম্যাচে সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিম। ৪৩ বলে ফিফটি পূরণ করেন তৌহিদ হৃদয় এর মুশফিকও ফিফটি তুলে নেন ৩০ বলে। জুটি ছাড়িয়ে যায় একশ। এই জুটি আর ভাঙতে পারেননি রংপুরের বোলাররা। তৌহিদ হৃদয় ৫৫ বলে ১৩ চার ২ ছক্কায় ৮৫* এবং মুশফিক ৩৫ বলে ৫ চার ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১১১ রান। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭০ রান তোলে সিলেট স্ট্রাইকার্স।