ডিসি-ইউএনও’র বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলামের দেওয়া বক্তব্যে সমর্থন জানিয়েছেন সদ্য পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
গতকাল শনিবার ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন জাহিদ। বিএনপির এই সাবেক সংসদ সদস্য আরও বলেন, নব্বইয়ের দশকে যেভাবে স্বৈরশাসনের বিরুদ্ধে সর্বদলীয় আন্দোলন করা হয়েছিল। একইভাবে আমলাদের বিরুদ্ধে আন্দোলন করতে হতে পারে।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দবিরুল ইসলাম বলেছিলেন, ‘বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন ইউএনও-ডিসি, তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করেন, সেটাই চলে। একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না। নিজেরা আমরা কিনে দিচ্ছি, কিন্তু সরকারি যে ত্রাণ আসে, সেগুলোর একটাও আমাদের দেওয়া হয় না। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তারাই।’
সংসদ সদস্য দবিরুল ইসলামের বক্তব্য প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্যার কী বলেছেন, সেটা স্যার জানেন!