গ্রেফতারি পরোয়ানার ফাইল নিয়ে খাদ্"/>
Home ৬৪ জেলা গ্রেফতারি পরোয়ানাসহ ভুয়া এনএসআই ফিল্ড অফিসার আটক

গ্রেফতারি পরোয়ানাসহ ভুয়া এনএসআই ফিল্ড অফিসার আটক

কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে মাইনুল বসুনিয়া

by Nahid Himel

গ্রেফতারি পরোয়ানার ফাইল নিয়ে খাদ্যগুদামে এসে আটক হলেন শাহজাহান আলী নামে এক ভুয়া এনএসআই। বৃহস্পতিবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের শ্রমিকরা তাকে আটক করেন। পরে তাকে বহনকারী একটি সাদা প্রাইভেটকার ও তার চালককেও আটক করা হয়।

আটকরা হলেন- সৈয়দপুর শহরের ডাক্তার জিকরুল হক রোড নতুন বাবুপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে ভুয়া এনএসআই ফিল্ড অফিসার শাহজাহান আলী (৩৭) ও তার প্রাইভেটকার চালক একই উপজেলার সোনাখুলি নলছাপড়া গ্রামের কেতাব আলীর ছেলে আতাউর রহমান (৩৫)।

উপজেলা খাদ্যগুদামের শ্রমিক সর্দার পালানু জানান, একজন বেশধারী ভদ্রলোক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে খাদ্যগুদামে ঢুকেন। এনএসআইয়ের ফিল্ড অফিসারের আইডি কার্ড দেখিয়ে বলেন, ঢাকা থেকে এসেছি। এতক্ষণ ডিসি স্যারসহ একসঙ্গে ছিলাম। উনি ওইদিকে গেলেন। হর্ন দিচ্ছি গেট খুলেন না কেন।

পরে সাদা প্রইভেটকারটি গোডাউনে ঢুকে। চেয়ারে বসে তিনি গ্রেফতারি পরোয়ানার ফাইল টেবিলে রেখে পা কাঁপাতে থাকেন। ডাকবাংলো মসজিদে নামাজ পড়তে গিয়ে এ রকম মসজিদে কেউ নামাজ পড়ে নাকি- এমন মন্তব্য করেন। তার আচরণে সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়। পুলিশ প্রাইভেটকার চালকসহ তাকে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এনএসআই পরিচয় দিয়ে তিনি বলেন- আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, অডিট রিপোর্টের মিল নেই ইত্যাদি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে তিনি বলেন, আজকে সৈয়দপুর ও তারাগঞ্জেও এভাবে প্রতারণা করেছে। উনাকে আটকে থানায় ফোন দেওয়ার পরামর্শ দেন।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডির এজাহারের ভিত্তিতে ভুয়া এনএসআই ও তার প্রাইভেটকার চালকের বিরুদ্ধে প্রতারণার মামলার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment