৩৬ বছর পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। মরুর বুকে সেই বিশ্বকাপ জয়ের আনন্দ বিতর্কে পরিণত হয়েছিল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কারণে। তিনি ম্যাচ শেষে স্টেডিয়ামের লকার রুমে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপাত্মক গান গেয়েছিলেন। শুধু তাই নয়, "/>
Home মাঠে ময়দানে এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপ করার কারণ জানালেন মার্টিনেজ

এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপ করার কারণ জানালেন মার্টিনেজ

নিউজ ডেস্ক

by Nahid Himel
৩৬ বছর পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। মরুর বুকে সেই বিশ্বকাপ জয়ের আনন্দ বিতর্কে পরিণত হয়েছিল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কারণে। তিনি ম্যাচ শেষে স্টেডিয়ামের লকার রুমে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপাত্মক গান গেয়েছিলেন। শুধু তাই নয়, ট্রফি নিয়ে দেশে ফিরে ছাদখোলা বাসে অভ্যর্থনা গ্রহণের সময় এমবাপ্পের পুতুল নিয়েও বিদ্রূপ করেন বলে অভিযোগ। এত দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলকিপার।
‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে নিয়ে ‘এক মিনিটের নীরবতা’র গান ধরার কারণ সম্পর্কে মার্টিনেজ বলেন, ‘লকার রুমের ঘটনা কখনো বাইরে আসা উচিত নয়। তবু বলব, ২০১৮ বিশ্বকাপে আমাদের হারানোর পর ফ্রান্সও মেসিকে নিয়ে গান বেঁধেছিল। একইভাবে কেউ ব্রাজিলকে হারালে নেইমারকে নিয়ে গান বাঁধবে। এখানে এমবাপ্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। আমি তাকে ভীষণ সম্মান করি। আমরা যদি তাকে অথবা নেইমারকে নিয়ে গান ধরি, সেটা তারা সেরা খেলোয়াড় বলেই করি।’

দেশে ফিরে ছাদখোলা বাসে এমবাপ্পের পুতুল হাতে নেওয়ার কারণও জানান মার্টিনেজ, ‘ওই সময় লোকজন আমাদের দিকে অনেক পুতুল ছুড়ে মারছিল। পুরো পথে অন্তত এক শর মতো পুতুল পেয়েছি। এর মধ্যে এমবাপ্পের মুখ লাগানো একটা পুতুল আমার পায়ের কাছে এসে পড়ে। দেখে হাসি পাওয়ায় ওটা আমি তুলে নিই। দুই সেকেন্ডের মতো আমার হাতে ছিল। এরপর ফেলে দিয়েছি। ঘটনা এটুকুই। এখানে এমবাপ্পেকে নিয়ে আমি মজা কিভাবে করলাম?’

মার্টিনেজ আরো বলেন, ‘এমবাপ্পে তো আমার বিপক্ষে চারবার বল জালে পাঠিয়েছে। বিশ্বকাপ ফাইনালে চার গোল…আমাকে তো ওর পুতুল ভাবার কথা। আবারও বলছি, আমি এমবাপ্পেকে অতিশয় সম্মান করি এবং এটাও বলে দিচ্ছি, আমার দেখা ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে সে-ই সেরা। আমি কাউকে আঘাত করতে চাইনি। ক্যারিয়ারজুড়ে আমি ফরাসিদের সঙ্গে বেড়ে উঠেছি। কখনো একটুও সমস্যা হয়নি। আপনারা অলিভিয়ের জিরুকে জিজ্ঞেস করতে পারেন আমি কেমন মানুষ। আমি সত্যিই ফরাসি সংস্কৃতি এবং মানসিকতাকে পছন্দ করি।’

এই বিভাগের আরো খবর

Leave a Comment