
প্রেমিকা গৌরীকেই বিয়ে করেছিলেন শাহরুখ খান। এখনো তাদের বিবাহিত জীবন ও কাপল গোল অনুপ্রেরণা জোগায় ভক্তদের।
শাহরুখ জানান যে, গৌরীকে প্রথম উপহার হিসাবে দিয়েছিলেন এক জোড়া কানের দুল। তবে হীরা-মুক্তা খচিত নয়, ৩৪ বছর আগে প্লাস্টিকের দুল উপহার দিয়েছিলেন শাহরুখ।
তিন ছেলে মেয়েকে নিয়ে শাহরুখ গৌরীর সংসার এখন জমজমাট। এই বছরই বলিউডে পা রাখছে তাদের পুত্র ও কন্যাও। চার বছর পর পাঠান সিনেমা নিয়ে বলিউডে ফিরেই বাজিমাত করেছেন।