গত বছর ৪ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়াকে বিবাহ করেন অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। গত বছর নভেম্বরে বিয়ের কথা প্রথম সামনে আনেন অভিনেত্রী। পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সান্নিধ্যে চার হাত এক হয় তাঁদের। হানসিকার প্রথম বিয়ে হলেও সোহেলের এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পরেই অভিনেত্রীকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়।
তবে এত কিছুর পরেও এত দিন চুপ ছিলেন হানসিকা। তবে আর নয়, সম্প্রতি এসব সমালোচনার পরিপ্রেক্ষিতে নীরবতা ভাঙলেন হানসিকা। অভিনেত্রী তাঁর ব্যক্তিগত বিয়ের মুহূর্তগুলোকে একটি রিয়ালিটি শোয়ের জন্য চিত্রায়িত করে নিয়েছিলেন। একটি নতুন সাক্ষাৎকারে হানসিকা বলেন, সমালোচনা তাঁর কাছে ‘কোনো ব্যাপার নয়।’
অভিনেত্রী আরো বলেন, ‘তিনি ২৪ বছর বয়সেই বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু কাজের কারণে পারেননি।’ বলেন, ‘তখন আমি করেছিলাম বিয়ে, যখন ঘটার তখনই ঘটবে। বিয়ে করার জন্যও আমার ওপর কোনো চাপ ছিল না। কিন্তু সোহেল নিজেই ধৈর্য হারিয়ে আমাকে বলে, এখন আমাদের বিয়ে করা উচিত। তখনই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন।’
সম্প্রতি জানা গিয়েছে, সোহেল এর আগে হানসিকার বন্ধু রিঙ্কিকে বিয়ে করেন, তখনও হানসিকা তাঁদের বিয়েতে অংশ নিয়েছিল। হানসিকা শো-তে বলেছিলেন, ‘যেহেতু আমি সেই সময় রিঙ্কির বর হিসেবে সোহেলকে চিনতাম তার মানে এই নয় যে এটি আমার দোষ ছিল। আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার দিকে আঙুল তোলা খুব সহজ ছিল। আমাকে খলনায়ক বানাও। একজন সেলিব্রিটি হওয়ার জন্য আমি এই মূল্য দিতে পারি।’