জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, জাকের পার্টি একটি ত্যাগী দল। জাকের পার্টি ছাড়া আন্দোলন করে গণঅভ্যুথান সম্ভব নয়। একইভাবে জাকের পার্টির সাহায্য ছাড়া ক্ষমতায় থাকাও সম্ভব নয়।

Home রাজনীতি পরিস্থিতি সামাল দিয়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকুক’

পরিস্থিতি সামাল দিয়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকুক’

নিউজ ডেস্ক

by Nahid Himel

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, জাকের পার্টি একটি ত্যাগী দল। জাকের পার্টি ছাড়া আন্দোলন করে গণঅভ্যুথান সম্ভব নয়। একইভাবে জাকের পার্টির সাহায্য ছাড়া ক্ষমতায় থাকাও সম্ভব নয়।

জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজা ফরিদপুরীর (র.) ওফাত স্মরণে আয়োজিত বিশ্ব ইসলামী মহা সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। এছাড়া মহা সম্মেলনে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, আমরা দেশে স্থিতিশীলতা চাই। দেশে কোনভাবেই অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেবে না জাকের পার্টি।

মোস্তফা আমীর ফয়সল বলেন, জাকের পার্টির কোন বিকল্প নেই। দেশের উপর অনাকাঙ্ক্ষিত কোন বিপর্যয়, মহা দূর্যোগ নেমে আসলে জাকের পার্টি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াবে। সকলকে রক্ষা করবে।

মোস্তফা আমীর বলেন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার উপর যদি আঘাত আসে, তাহলে দেশ রক্ষায় জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, বিশ্ব অর্থনীতির চরম সংকটের মুখেও বাংলাদেশে বর্তমান সরকার অত্যন্ত দক্ষ পরিচালনার মাধ্যমে অর্থনীতির গতি বজায় রেখে চলেছে। সময় না আসা পর্যন্ত পরিস্থিতি সামাল দিয়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকুক। বাকিদের ব্যাপারে বলার কিছু নাই। তাদের দেখেছি।

মোস্তফা আমীর ফয়সল জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, সব ছেড়ে দিয়ে অনতিবিলম্বে জাকের পার্টির পতাকাতলে আসুন। ত্যাগী, নির্লোভ নেতৃত্বের দল হলো জাকের পার্টি। তিনি বলেন, জাকের পার্টির বিজয় কেউ আটকে রাখতে পারবে না। মুসলিম বিশ্বকে পথ দেখাবে জাকের পার্টি। জাকের পার্টির কাছ থেকে ইসলাম শিখতে হবে। ভাগ্য বিড়ম্বিত সকলকে বুকে তুলে নিবে জাকের পার্টি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment