এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম যুগান্তরকে বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২-এর (ঘ) অনুযায়ী তিনি নির্বাচন করতে পারেন না। তিনি নির্বাচন করার অযোগ্য। দ্বিতীয়ত যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন, জেল কোড অনুযায়ী বিধিবিধান পালন হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, খালেদা জিয়ার সাজা শর্ত সাপেক্ষে স্থগিত করা হয়েছে। সেখানে তাকে দুটি শর্ত মেনে চলতে হবে। যদি আমরা জেল কোড ভালোভাবে দেখি তাহলে দুটি শর্তমতে তার রাজনীতি করার সুযোগ নেই।
মন্ত্রীদের পরস্পরবিরোধী বক্তব্যকে রহস্যজনক আখ্যা দিয়ে খালেদা জিয়ার জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, আমার মনে হয় এতে সরকারের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। খালেদা জিয়ার দণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল পেন্ডিং রয়েছে। এ অবস্থায় তিনি রাজনীতি এবং নির্বাচন দুটিই করতে পারবেন। তিনি আরও বলেন, খালেদা জিয়ার সাজা সরকারের নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে। তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। সুতরাং এই মুহূর্তে জেল কোডের কোনো বিধিবিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।