আগামী ৬ মার্চ এদেশের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের লড়াই-সংগ্রামের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ওই দিন সারাদেশে সমাবেশ ও র‌্যালির কর্মসূচি ঘোষণা করেছে"/>
Home রাজনীতি প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে সমাবেশ-র‍্যালি করবে সিপিবি

প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে সমাবেশ-র‍্যালি করবে সিপিবি

নিউজ ডেস্ক

by Nahid Himel
আগামী ৬ মার্চ এদেশের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের লড়াই-সংগ্রামের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ওই দিন সারাদেশে সমাবেশ ও র‌্যালির কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি কেন্দ্রীয় কমিটি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৬ মার্চ সোমবার সকাল ৮টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে পার্টির পতাকা উত্তোলন, বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা, উপজেলা ও স্থানীয় শাখার উদ্যোগে পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে।

পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদত্ত বিবৃতিতে সিপিবি সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানান। তারা বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নেতৃবৃন্দ অতীতে ও বর্তমানে নানাভাবে যারা পার্টিতে অবদান রেখেছেন ও রাখছেন তাদের সকলকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করেছেন।

১৯৪৮ সালের ৬ মার্চ সিপিআই’র দ্বিতীয় কংগ্রেসে পৃথকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একই সঙ্গে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি প্রতিষ্ঠা করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment