আজ মঙ্গলবার রাতে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের আইনজীবী কালের কণ্ঠকে বলেন, ‘যতটুকু জানি হিসাব-নিকাশ করে ৪৩৭ কোটি টাকায় রফা হয়েছে। ১৭৬ জন শ্রমিক-কর্মচারী এ টাকাটা পাবেন। চেক ইস্যু করা শুরু হয়েছে বলে জানতে পেরেছি। সমঝোতা সম্পন্ন হতে আরো এক সপ্তাহ লেগে যেতে পারে।’
হাইকোর্টে ছয়টি মামলার মধ্যে গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে করা মামলাটিও ছিল। বাকি পাঁচটি মামলার মধ্যে দুটি রিট মামলা, তিনটি আদালত অবমাননার। আর শ্রম আদালতে ১০৪টি মামলার মধ্যে ১০৩টিই শ্রমিক-কর্মচারীদের আলাদা মামলা। একটি মামলা ইউনিয়নের।
গ্রামীণ টেলিকমের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান কালের কণ্ঠকে বলেন, ‘গ্রামীণ টেলিকমের কর্মীদের সঙ্গে মালিকপক্ষের যে বিরোধ ছিল সেটি মিটে গেছে। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড অনুযায়ী অনুযায়ী তাদের যে টাকাটা প্রাপ্য সেই টাকাটা তাদের দেওয়া হচ্ছে। ২০১১ সাল থেকে ফান্ডের টাকা ধরা হয়েছে।’