কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। অর্থনীতি ঠিক রাখতে বহির্বিশ্বের সঙ্গে ভারসাম্যের রাজনীতি বজায় রেখে কূটনৈতিক সম্পর্ক রাখত বাংলাদেশ। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বাংলাদেশের এই নীতিকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে। যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের পরাশক্তিগুলো এখন দু’ভাগে বিভক্ত। বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের মতো ভারসাম্যের নীতি বজায় রেখে চলেছে। সে কারণে জাতিসংঘের রাশিয়ার ওপর নেওয়া নিষেধাজ্ঞা এবং নিন্দা প্রস্তাবে কখনো ভেটো দিচ্ছে বা কখনো ভোটদানে বিরত থাকছে আবার কখনো পক্ষে ভোট দিচ্ছে। কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে।