বিশ্বে তৈরি পোশাকশিল্পে বড় চমক দেখাচ্ছে বাংলাদেশ। নিরাপদ কারখানা ও কাজের পরিবেশের মানের দিক দিয়ে ১০০টি গ্রিন গার্মেন্টসের মধ্যে অর্ধেকের বেশি এখন বাংলাদেশে।
"/>
Home জাতীয় বিশ্বে তৈরি পোশাকশিল্পে বড় চমক দেখাচ্ছে বাংলাদেশ

বিশ্বে তৈরি পোশাকশিল্পে বড় চমক দেখাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

by Nahid Himel
বিশ্বে তৈরি পোশাকশিল্পে বড় চমক দেখাচ্ছে বাংলাদেশ। নিরাপদ কারখানা ও কাজের পরিবেশের মানের দিক দিয়ে ১০০টি গ্রিন গার্মেন্টসের মধ্যে অর্ধেকের বেশি এখন বাংলাদেশে।
বিশ্বের পরিবেশবান্ধব কারখানাগুলোর মান যাচাইয়ের পর সনদ দিয়ে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএসজিবিসি। সংস্থাটির তথ্যমতে, ১০ বছর আগে বাংলাদেশে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা ছিল মাত্র একটি। এখন সেই সংখ্যা বেড়ে ১৫৫টি।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, বিশ্বের ১০টি কারখানার মধ্যে আটটি এখন বাংলাদেশে। আমরা যেই ক্যাপাসিটি উন্নয়ন করেছি, অন্য দেশ তা তৈরি করতে ১০ বছর অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সারা বিশ্বের সব গ্রিন কারখানা একসাথ করলেও বাংলাদেশের অর্ধেকও হবে না। আমাদের তৃতীয় ক্যাটাগরির কারখানাগুলো চায়না, ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রথম শ্রেণির কারখানার সমান।
তিনি আরও বলেন, বায়ারদের বিকল্প চিন্তা করার কোনো উপায় নেই। ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রেও বিদেশিদের প্রথম পছন্দ বাংলাদেশ। যে কারণে বিদেশিরাও এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
শিল্প উদ্যোক্তারা বলছেন, সরকারি নীতি সহায়তা চলমান থাকলে ২০৩০ সালের মধ্যে পোশাক খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলার হবে। আগামী ১১ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া তিন দিনব্যাপী এফবিসিসিআইয়ের বিজনেস সামিটেও ১০০ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি নিয়ে আলোচনা হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনও বলছেন, ১০০ বিলিয়ন ডলার অর্জনের লক্ষ্যেই আমরা বিজনেস সামিটে কাজ করছি।
বিজনেস সামিট বাংলাদেশের পোশাক খাতের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে বলে মনে করেন শিল্প মালিকরা।

এই বিভাগের আরো খবর

Leave a Comment