রংপুরের কাউনিয়ায় এক মৃত নারীর কবর"/>
Home ৬৪ জেলা নারীর কবরের ভেতর বসেছিলেন যুবক

নারীর কবরের ভেতর বসেছিলেন যুবক

 রংপুর থেকে সংবাদদাতা

by Nahid Himel

রংপুরের কাউনিয়ায় এক মৃত নারীর কবরের ভেতর বসে ছিলেন সফিকুল ইসলাম (২২) নামে এক যুবক। শুক্রবার সকালে উপজেলার হারাগাছ জয়বাংলা বাজার সরকারি পাবলিক কবরস্থান থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছেন।

গ্রেফতার সফিকুল হারাগাছ পৌর এলাকার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আবুজারের ছেলে। তিনি মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে স্থানীয় লোকজন সরকারি কবরস্থানে একজন নারীর কবরের এক পাশের মাটি খুঁড়া দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় সফিকুল ইসলামকে কবরের ভেতর থেকে টেনে বের করেন। পরে সফিকুলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে খবর শুনে কবরস্থানে উৎসুক লোকজন ভিড় করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনধিকার প্রবেশ করে মরদেহের অসম্মান করার অপরাধে মামলা হয়েছে। এ মামলায় সফিকুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment