শাহরুখের দুনিয়া কাঁপানো চলচ্চিত্র ‘পাঠান’ মুক্তির আগে কম বিতর্কে পড়েনি। মূল বিতর্কের ধোঁয়াটা উঠেছিল সিনেমাটি"/>
Home রঙ্গমঞ্চ এবার ‘বেশরম রং’ গানে বিকিনিতে ঋতাভরী ৷৷ বিকিনিতে ‘জলপরী’ ঋতাভরী, নীল পোশাকে হাজারো ‘দিল’ জিতলেন

এবার ‘বেশরম রং’ গানে বিকিনিতে ঋতাভরী ৷৷ বিকিনিতে ‘জলপরী’ ঋতাভরী, নীল পোশাকে হাজারো ‘দিল’ জিতলেন

 বিনোদন ডেস্ক

by Nahid Himel

শাহরুখের দুনিয়া কাঁপানো চলচ্চিত্র ‘পাঠান’ মুক্তির আগে কম বিতর্কে পড়েনি। মূল বিতর্কের ধোঁয়াটা উঠেছিল সিনেমাটির ‘বেশরম রং’ গানটি থেকে। গেরুয়া রঙের বিকিনি পরে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ফলে সিনেমাটি ভারতে হুমকির মুখে পড়ে। তবে সব বাধা কাটিয়ে শাহরুখের ‘পাঠান’ বক্স অফিসে করেছে বাজিমাত। কিন্তু এবার সেই ‘বেশরম রং’ গানে বিকিনি পরে হাজির হয়ে তুমুল সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অবশ্য প্রশংসাও কম কুড়াননি অভিনেত্রী।

নীল রঙের বিকিনিতে মোহময়ী হয়ে উঠলেন ঋতাভরী চক্রবর্তী। নেটিজেনরা ‘জলপরী’ সম্বোধন করলেন বং নায়িকাকে।

নীল পোশাকে মারমেইড ঋতাভরী

নীল পোশাকে ‘মারমেইড’ ঋতাভরী

বোল্ড অবতারে নেটপাড়ার উষ্ণতা বাড়াচ্ছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সম্প্রতি নীল রঙের বিকিনিতে নজর কেটেছেন তিনি। সমুদ্রের তীরে দাঁড়িয়ে দিয়েছেন লাস্যময়ী পোজ। ক্যাপশনে লিখলেন, “অলওয়েজ সি পারসন।” বাংলায় যার অর্থ, “আমি বরাবরই সমুদ্র ভালোবাসি।” তাঁর অন্দাজে মুগ্ধ নেট দুনিয়া। কেউ লিখলেন, “মারমেইড।” কারও মন্তব্য, “অত্যন্ত ভালো লাগছে।” কারও কথায়, “সৌন্দর্যের সংজ্ঞা আপনি।” কেউ লিখলেন, “আমি আপনার বড় ভক্ত। নীল পোশাকে সত্যিই দারুণ লাগে আপনাকে।” এর আগেও কিন্তু একাধিকবার সমুদ্র সৈকত থেকে ছবি আপলোড করেছেন তিনি। সত্যিই সমুদ্রকে বড্ড ভালোবাসেন ঋতাভরী। জলে গা এলিয়ে পোজ দেন মাঝেমধ্যেই। যা দেখে ফিদা হয়ে যান নেটিজেনরা। আবারও একইভাবে মুগ্ধ করলেন ‘বং ক্রাশ’ ঋতাভরী (Bengali Actress Ritabhari Chakraborty)। (ছবি সৌজন্য-Instagram@ritabhari_chakraborty)

 

 

বিনোদন জগতে ডেবিউ

বিনোদন জগতে ডেবিউ

বাংলার অন্যতম সফল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। পড়াশোনা করতে করতেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। (ছবি সৌজন্য-Instagram@ritabhari_chakraborty)

 

 

Ritabhari Chakraborty -র প্রথম সিরিয়াল

অভিনেত্রীর প্রথম সিরিয়ালের নাম ওগো বধূ সুন্দরী। দুষ্টু মিষ্টি ললিতার বেশে নজর কেড়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। (ছবি সৌজন্য-Instagram@ritabhari_chakraborty)

 

 

সিনেমায় ডেবিউ Ritabhari-র

এই বিভাগের আরো খবর

Leave a Comment