জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশে বেকার সমস্যা মহামারি আকার ধারণ করেছে। গত ৩২ বছরে কোনো সরকার এই সমস্যা সমাধানে কার্যকর কোন"/>
Home রাজনীতি বেকার সমস্যা মহামারি আকার ধারণ করেছে : চুন্নু

বেকার সমস্যা মহামারি আকার ধারণ করেছে : চুন্নু

নিউজ ডেস্ক

by Nahid Himel

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশে বেকার সমস্যা মহামারি আকার ধারণ করেছে। গত ৩২ বছরে কোনো সরকার এই সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা রাষ্ট্র ক্ষমতায় এলে বেকার তৈরির বর্তমান শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করব। কোটি কোটি বেকারের কর্মসংস্থানের জন্য কার্যকর ব্যবস্থা নেব।

রোববার (৫ মার্চ) বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি, মুক্তিযোদ্ধা পার্টি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় বসে স্বজনপ্রীতি, দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের রেকর্ড গড়ে স্বাধীনতার চেতনা ভুলুন্ঠিত করে জনগণের আস্থা হারিয়েছে। বিএনপিও ক্ষমতায় থাকতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট করে দুর্নীতিবাজ হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে। তাই আগামী নির্বাচনে জনগণ এই দুই দলকেই প্রত্যাখান করবে।

তিনি বলেন, জনগণ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই এই মুহূর্তে দলকে সু-সংগঠিত হয়ে জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment