ইসলামি সম্মেলনগুলোতে ঐক্য, ভ্রাতৃত্ব, পরমত সহিষ্ণুতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে বিরাজমান সামগ্রিক বাস্তবতা মোকাবেলা, উন্নয়ন ও অগ্রগতির ধারা ধরে রাখার গুরুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও বহু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অপরিহার্যতা আলোকপাত করে বয়ান করা হয়।
প্রতিটি সম্মেলনে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।