প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলন (এলডিসি৫)-এ অংশগ্রহণের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করেছে। সেখানে এসডিজি অর্জনে বাংলাদেশের বিভিন্ন প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করা হয়েছে।
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি৫) ৫তম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতার সফরের পর তিনি গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন ‘এই সম্মেলনে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এসডিজি অর্জন এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য নেওয়া বিভিন্ন প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করেছি।’
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তৃতার সম্পূর্ণ পাঠটি নিম্নরূপ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সহকর্মীবৃন্দ,
উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ,
সুধিম-লী।
আসসালামু আলাইকুম! শুভ অপরাহ্ণ।