নিজস্ব প্রতিনিধি ঃ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার এনজিপি, এন ডিসি, পিএস সি, বিএন ।পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক মানে সাজাতে সরকার এমন একজন দক্ষ অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে এ পদে নিয়োগ দিল বলে অভিজ্ঞমহল মনে করেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জনপ্রাশসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ নুরুল আবছারকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, এলডিএমসি ,পিএসসি এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
কমোডর মোহাম্মদ নুরুল আবছার এনজিপি, এন ডিসি, পিএস সি, বিএন (অব.) একজন সামরিক কর্মকর্তা যিনি ৩৮ বছর নিষ্ঠার সাথে সক্রিয় দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নৌ সচিবের দায়িত্ব পালন করেন; এবং বাংলাদেশ নৌবাহিনীর নীতি প্রণয়ন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
২৯ ডিসেম্বর ২০১৭ সালে নৌবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ( পিএমও) চুক্তিভিত্তিক কাজ চালিয়ে যান।
এছাড়াও তিনি ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত ঢাকার মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন ফ্যাকাল্টি সদস্য ছিলেন।
২০১৬ সাল থেকে তিনি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজের সাথে যুক্ত ছিলেন যেখানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল/মেজর জেনারেল, কমোডোর, যুগ্ম সচিব এবং অন্যান্যদের এমফিল থিসিস প্রকল্পের একজন অনুষদ সদস্য ছিলেন। কমোডর আবছার একজন অভিজ্ঞ শান্তিরক্ষক যিনি লাইবেরিয়া এবং রুয়ান্ডায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি সাইবার ও পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞও ছিলেন। নতুন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছারের বাড়ি কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে।