তড়িঘড়ি বিয়ে – ভূলে মা হয়েছেন অপু বিশ্বাস ।যে যত বেশি পায় সে তত বেশি চায়। অপু বিশ্বাসের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে বলেই মনে হয়।কারণ তিনি তো কম পাননি।নাম -যশ-খ্যাতি এবং ব্যবসা সফল ছবি সবই তো পেয়েছেন। তারপরও অতৃপ্তি। বিয়ে নাকি তাড়াতাড়ি করা হয়েছে-ভূলে নাকি বাচ্চা হয়েছে।
এক সময় কোনো সিনেমায় শাকিব খান-অপু বিশ্বাস জুটি মানেই ছিল দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ। এই জুটির বেশিরভাগ সিনেমাই ব্যবসাসফল। পর্দায় একসঙ্গে প্রতিনিয়ত কাজ করতে করতে একপর্যায়ে পর্দার বাইরে বাস্তবের জুটি হয়ে ওঠেন এই তারকাযুগল। ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন ২০০৮ সালে। দ্রুত সময়ের মধ্যে আবার তাদের ঘরে জন্ম নেয় একমাত্র পুত্র আব্রাম খান জয়। তবে তারা এখন আলাদা হয়ে গেছেন। বর্তমানে কলকাতায় আছেন অপু বিশ্বাস। সেখানে তার অভিনীত ‘আজকের শর্টকাট’ নামে একটি সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে।
বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্ব। সেই বেকারত্বকে কেন্দ্র করেই ‘আজকের শর্টকাট’ ছবির গল্প বুনেছেন দুই বাংলার আলোচিত গায়ক নচিকেতা চক্রবর্তী। সিনেমাটি পরিচালনা করেছের সুবীর মন্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এ ছাড়া আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।
মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ছবির প্রচার ঝলক। সেই ছবির প্রচারেই কলকাতায় যাওয়া তার। ছবির প্রচার অনুষ্ঠানে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হন অপু বিশ্বাস। সিনেমাটি আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তির প্রস্তুতি চলছে। সিনেমাটির মাধ্যমেই কলকাতার সিনেমায় যাত্রা শুরু হচ্ছে এই ঢাকাই নায়িকার। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। জানা গেছে, গত ১৭ আগস্ট থেকে ভারতের বিভিন্ন টিভি ও পত্রিকা অফিসে ঘুরে বেড়াচ্ছেন অপু। সেখানে নতুন ছবির প্রচারে গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়েও কথা বলছেন অপু বিশ্বাস। আনন্দবাজার পত্রিকার সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, ভুল করে দ্রুত বিয়ে করে ফেলেছিলেন তিনি, ভুল করে মা হয়েছেন।
অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল- জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রম্নত বিয়ে, দ্রম্নত বাচ্চা- সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটি যদি সময় নিয়ে করতাম, বুঝে
করতাম তা হলে ভালো হতো।’
কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর- ‘মা হয়েছি। ভুল করে হলেও…।’
সেই ভুল থেকে উত্তরণের লক্ষ্যে ফের ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সম্প্রতি ২০২১-২২ অর্থবছর ‘লাল শাড়ি’ শিরোনামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে জানা গেছে।