পদ্মা সেতু চালুর প্রথম দুই মাসে ১০ লাখ যান পারাপারের মাইলফলক ছাড়িয়ে গেছে। এ সময়ে সেতু অতিক্রম করেছে ১০ লাখ ৪৯ হাজার ৩৩৫ যান। এতে টোল আদায় হয়েছে ১৩৮ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
২৬ জুন থেকে ২৫ আগস্ট পর্যন্ত সময়ের এই তথ্য দিয়ে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান, স্বপ্নজয়ের পদ্মা সেতু দক্ষিণের ২১ জেলার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপনে অনেক কিছুই বদলে যাচ্ছে। দিন রাত স্বাচ্ছন্দ্যে যান চলাচল করছে। তিনি জানান, এই দুই মাসে প্রতিদিন গড় যান পারাপার করেছে প্রায় ১৭ হাজার ২১৩টি। টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৭৫১ টাকা।
জুন মাসের প্রথম ৫ দিনে ১ লাখ ১৭ হাজার ১০৪টি যান পারাপারে আয় হয় ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা। জুন মাসে প্রতিদিন গড় ২৩ হাজার ৪২১ যান পারাপারে গড় আয় ২ কোটি ২ লাখ ৮০ হাজার ৩৭০ টাকা। জুলাই মাসের ৩১ দিনে ৫ লাখ ৮৭ হাজার ২০ যান পারাপারে আয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। জুলাই মাসে প্রতি দিন গড় ১৮ হাজার ৯৩৬ যান পারাপারে গড় আয় ২ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ২০৬ টাকার বেশি। আগস্টের ২৫ দিনে ৩ লাখ ৩৫ হাজার ২১১ যান পারাপারে ৫০ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। আগস্টে প্রতিদিন গড়ে ১৩ হাজার ৪০৮ যান পারাপারে আয় ২ কোটি ১ লাখ ৬৪ হাজার ৩০৮।
এর আগে ৬ আগস্ট পর্যন্ত ৪২ দিনে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। সেতু চালুর পর থেকেই নির্বিঘ্নে দিনরাত যানবাহন পারাপার হওয়ায় দিন বদলের হাওয়া বইছে চারদিকে। যান চলাচলের প্রথম দিন ২৬ জুন পদ্মা সেতু দিয়ে ১৮ ঘণ্টায় মোটরসাইকেলসহ রেকর্ড সংখ্যক ৫১ হাজার ৩১৬টি যান পারাপার হয় যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। ৮ জুলাই পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি যান পারাপারে রেকর্ড অঙ্কের সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা আয় হয়। কর্তৃপক্ষ জানায়, প্রথম এক মাসে পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৬ লাখ ১৭ হাজার ৫৫ যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৭৬ কোটি ৯ লাখ ৯১ হাজার ৩৫০ টাকা।