গুমের রাজনীতি আওয়ামী লীগের প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শোক দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত মাসব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পরশ বলেন, বিএনপি এখন গুম নিয়ে রাজনীতি শুরু করেছে।
ষড়যন্ত্র তাদের জন্যে নতুন কিছু না উল্লেখ করে, মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন পরশ।