Home জাতীয় ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তা চাকরি ফেরত পাচ্ছেন না 

৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তা চাকরি ফেরত পাচ্ছেন না 

নিউজ ডেস্

by Nahid Himel

তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরি হারানো ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরিতে পুর্নবহালের জন্য প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের দেয়া সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তারা চাকরি ফেরত পাচ্ছেন না।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি গত ২৮ আগস্ট শেষ হয়। শুনানি শেষে রায় ঘোষণার জন্য আপিল বিভাগ আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩২৭ জনের মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়। তাদের মধ্যে ৮৫ জনকে একই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়।

এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করেন। ২০০৯ সালের ২৩ মার্চ মামলা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা আপিল করেন। ২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ৮৫ কর্মকর্তার আপিল মঞ্জুর করে চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেন। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক চারটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment