Home Lead 2 ডেথ ওভারে সর্বনাশ!!

ডেথ ওভারে সর্বনাশ!!

স্পোর্টস রিপোর্টার

by Nahid Himel

বাংলাদেশের এশিয়া কাপ শেষ গ্রুপ পর্বেই। অথচ দুটি ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও হারতে হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ১৪৭ রান করেই ম্যাচ হাতের মুঠোয় এনে ডেথ ওভারে মোস্তাফিজুর রহমানের এক ওভারে ১৭ রান দেয়ার পর সাইফউদ্দিনের ২২ রানে হেরে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষেও একই দশা। ১৮৩ রানের বিশাল সংগ্রহ করেও হারতে হয়েছে ২ উইকেটে। শেষ দুই ওভারে যখন শ্রীলঙ্কার লাগে ২৫ রান, তখন ১৯তম ওভার করতে আসেন এবাদত হোসেন। অভিষেকে এবাদত দুই ওভারে ৩ উইকেট নিলেও শেষ দিকে হয়ে ওঠেন বেশ খরুচে।

১৯তম ওভারে এবাদত দেন ১৭ রান, ওভারে ছিল একটি নো বল ও একটি ওয়াইড। ইনিংসের শেষ ওভারে যখন ৮ রানের দরকার, তখন শেখ মেহেদীর ওভারের প্রথম দুই বলে আসে ৫ রান, তৃতীয় বলে দেন নো বল। ওই বলেই দুই রানের সঙ্গে নো বল যোগ হয়ে চার বল বাকি রেখেই জিতে যায় ম্যাচ।

ম্যাচ শেষে সাকিব আল হাসান বেশ আক্ষেপ নিয়েই বলেছেন, ডেথ ওভারে হেরে যাচ্ছে দল। শুরু আর মিডল ওভারগুলোতে দারুণ ছন্দে থাকা বোলাররা শেষ দিকে ছন্নছাড়া বোলিংটাই হারের কারণ।

সাকিব বলেছেন, ‘আমি মনে করি কয়েকটা বাজে ওভারের জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। শেষ ওভারে ৮ রানে নেমে গেলেও চার বল হাতে রেখেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। এটা প্রমাণ করে আমরা ডেথ ওভারে ভালো বোলিং করছি না’

শেষ ওভারে শেখ মেহেদীকে বোলিং দেয়া নিয়ে সাকিব বলেন, ‘আমরা তাড়াতাড়ি উইকেট নিতে চেয়েছিলাম, কিন্তু বোলাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি এবং সেই কারণেই শেষ ওভারে স্পিনার এনেছিলাম। গত ছয় মাস আমরা ভালো খেলিনি, কিন্তু এই শেষ দুটি ম্যাচে আমরা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রিকেট খেলেছি।’

এই বিভাগের আরো খবর

Leave a Comment