মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ৩বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির একটি আদালত এ আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে কারাদণ্ডের মেয়াদ বর্ধিত হলো ২০ বছর। খবর এপির।
এর আগে দুর্নীতির অভিযোগে দায়েরকৃত একটি মামলায় ৫ বছর, অবৈধভাবে ওয়াকিটকি রাখার মামলায় ২ বছরসহ একাধিক মামলার রায় হয়। দেশটিতে সু চির মুক্তির দাবিতে আন্দোলন করে যাচ্ছেন সমর্থকরা।
মিয়ানমারে অং সান সু চির দল ২০২০ সালের নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ও তার দলের অন্যান্য নেতাকর্মীদের ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতা দখলের সময় দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলেছিলেন।
উল্লেখ্য. সূচির ক্ষমতায় থাাকালিন সময়ে রহিঙ্গাদের উপর সে দেশের সেনাবাহনী অকথ্য বর্বরোচিত নির্যাতন চালায়। এই ন্যাক্কারজনক অমানবিক জঘন্য কর্মকান্ডের পক্ষ অবলম্বন করে সূচি যে নোংড়া ভূমিকা জাতিসংঘ সভায় পালন করেন.তাতে তাঁঁর সারাজীবনের রাজনৈতিক অর্জন খোয়া যায়।বিশ্ববাসীর কাছে তিনি গণতন্ত্রের মানসকন্যা থেকে ভিলেনে পরিণত হন।