রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে আহত সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ নেতা অলিউল হাসান জুয়েল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তারাগঞ্জে শলেয়শা খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে।
সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সজিব জানান, রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। জুয়েল জরুরি কাজে সৈয়দপুর থেকে তারাগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনায় ছাত্রলীগের নিবেদিত এক প্রাণ ছিল। আমরা ছাত্রলীগের এক প্রাণকে হারিয়েছি।
সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন বলেন, দলকে একত্রিত করে মানবিক কাজে সব সময় এগিয়ে থাকতো সে। দলের সবার কাছে তিনি পছন্দনীয় এক লিডার ছিল। আমরা সবাই স্তব্ধ তাকে হারিয়ে।
ছাত্রলীগ এই নেতার অকাল মৃতুতে শোক জানিয়েছেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার।