একষট্টি জেলা পরিষদ নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় মনোনয়ন চূড়ান্ত করে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। সাঘাটা-ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয় গত ২৩ জুলাই। আগামী ১২ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বিকেল চারটায় গণভবনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র, রশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি, ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা-