Home জাতীয় উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাহমুদ হাসান রিপন

উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাহমুদ হাসান রিপন

নিউজ ডেস্ক

by Nahid Himel

গাইবান্ধা- ৫ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

গতকাল  শনিবার বিকাল ৫টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

নৌকার মনোনয়ন পাওয়া মাহমুদ হাসান রিপন বর্তমানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য।

গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment