Home Lead 1 ঢাবি ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্ব নেই

ঢাবি ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্ব নেই

ঢাবি সংবাদদাতা

by Nahid Himel

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক ঘোষিত  কমিটির সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের ছাত্রত্ব অনেক আগে শেষ হয়ে গেছে।

সভাপতি সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী। দুইজন প্রায় ৫ বছর আগে তাদের ছাত্রত্ব শেষ করেছেন।

এছাড়া, কমিটিতে থাকা বাকি ৩১ সদস্যের বেশিরভাগেরই ছাত্রত্ব নেই।

তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, সহ-সভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র রায় সাহস, আবদুল জলিল আমিনুল, মাসুম বিল্লাহ, ফারহান মো. আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মো. নাছির উদ্দিন শাওন, আব্দুল্লাহ আল রিয়াদ, ইব্রাহিম খলিল, ইউসুফ হোসেন খান, অলী আহমেদ ও সৈকত মোর্শেদ, সাংগঠনিক সম্পদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান বাবু।

এই বিভাগের আরো খবর

Leave a Comment